চিরি নদী থেকে দম্পতির লাশ উদ্ধার

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : লক্ষীপুরে চিরি নদী থেকে দম্পতির লাশ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে লক্ষীপুর মহকুমার অন্তর্গত শ্রীবার গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কাঙালি বস্তির চিরি নদী ঘাটে জলে ভাসমান অবস্থায় দুইটি লাশ দেখতে পান স্থানীয় জনগণ। সঙ্গে সঙ্গে লক্ষীপুর পুলিশকে বিষয়টি  জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে  পৌঁছে লক্ষীপুর পুলিশের দল। শিলচর থেকে ডেকে আনা হয় এসডিআরএফ বাহিনীকে। তাদের  সহযোগিতায় দু’টি মৃতদেহ নদী থেকে তুলে আনতে সক্ষম হয় পুলিশ। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জয়পুর থানা অধীন লেডিয়া চড়া চা বাগানের দিনমজুর অঞ্জনা কল ও তার স্বামী যগ্গু কলের বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার কামরাঙ্গা গ্রামের চিরি নদীর ঘাটে স্নান করতে গিয়ে নিখোঁজ হন দু’জন। স্নানের সময় অঞ্জনা কল হঠাৎ করে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যান। স্ত্রীকে বাঁচাবার জন্য যগ্গু কল নদীর জলের প্রবল স্রোতে মধ্যে নামলে তিনিও তলিয়ে যান। সোমবার  স্বামী-স্ত্রী অঞ্জনা কল এবং যগ্গু কলের মৃতদেহ ভেসে উঠে নদীর জলে। মৃতদেহ উদ্ধার করার পর  পরিবারের লোকদের পুলিশ খবর দিলে পরিবারের লোকরা এসে শনাক্ত করেন মৃতদেহগুলি অঞ্জনা কল এবং যগ্গু কলের। 

চিরি নদী থেকে দম্পতির লাশ উদ্ধার
চিরি নদী থেকে দম্পতির লাশ উদ্ধার

Author

Spread the News