সুতা–কম্বল নয়, রাজ্যের নারীদের ‘লাখপতি’ করে তুলছে বিজেপি সরকার : হিমন্ত বিশ্ব শর্মা

উধারবন্দে মহিলা উদ্যমিতা যোজনার চেক বিতরণ মুখ্যমন্ত্রীর_____

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : দু’দিনের সফরের অন্তিম দিনে কাছাড় জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সকালে তিনি প্রথমে শিলচর গান্ধীঘাটে বরাক নদীর উপর নির্মীয়মাণ একটি নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে উধারবন্দের ডিএনএইচএস মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উধারবন্দ কেন্দ্রের মোট ১৫ হাজার তিনশো একজন মহিলাকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। চেক বিতরণী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে কংগ্রেস আমলে মানুষকে “সুতা–কম্বল” দেওয়া হলেও বর্তমান বিজেপি সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের নারীদের “লাখপতি বেইদেউ” রূপে গড়ে তুলছে। তাই আসন্ন সময়ে জনগণ পুনরায় অসমে বিজেপি সরকারকেই ক্ষমতায় আনবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল,শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *