বাগানবাসী পড়ুয়াদের উন্নয়নে জোর দিচ্ছে বিজেপি সরকার : পরিমল

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : পিছিয়ে পড়া বাগানের ছেলেমেয়েরা যাতে শিক্ষিত হতে পারে তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। এ কথা বলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার ধলাইর ভুবনডহর চা বাগানে দুই কোটি ৮২ লক্ষ টাকার মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বাগানবাসী পড়ুয়াদের উন্নয়নে জোর দিচ্ছে বিজেপি সরকার। তাইতো বাগান এলাকায় নতুন নতুন স্কুল নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিচ্ছে সরকার।

পিছিয়ে পড়া বাগানের ছেলেমেয়েরা যাতে শিক্ষিত হতে পারে তার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ধলাই বিএনএমপি হাইস্কুলের নবনির্মিত অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ধলাই বাজার ট্রাভেল বেসিক স্কুলের নবনির্মিত অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন করেন। প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যায়ে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডিসি রাজীব রায়, নরসিংহপুর বিডিও যাত্রাকান্ত কর্মকার, এলাকার জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, জিপি সভাপতি ভূষন পাল, জেই সিদ্ধার্থ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News