লালা পুলিশের বৃহৎ সাফল্য, ক্রেতা সেজে চোরচক্রের হাত থেকে উদ্ধার লরি

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : চুরি হওয়া লরি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে এক বড়সড়ো সাফল্য পেল লালা পুলিশ। এক অভিনব কায়দায় পুলিশ ক্রেতা সেজে লরিটি চোরচক্রের হাত থেকে উদ্ধার করে। লোকসভা ভোটের প্রচারের ঝড় চলার সময় লরি উদ্ধারের ঘটনা নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য ব্যাপার। AS 01 FC 3172 নম্বরের লরি উদ্ধার করে লালা পুলিশ। ইনসপেক্টর ওসি পল লালরিমসাং-এর নেতৃত্বে পুলিশ বাহিনি উদ্ধার করে লরিটি।

স্থানীয়দের পক্ষ থেকে চন্দ্রপুর জিপির প্রাক্তন সভাপতি জয়নুল উদ্দিন লস্কর লালা পুলিশ সহ ওসি পলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীদিনে নবাগত ওসি পলের নেতৃত্বে যাতে এলাকার শান্তি সম্প্রীতি বজায় থাকে তা কামনা করেন।

জানা যায়, রবিবার রাত আনুমানিক ১২ টা নাগাদ কাছাড় জেলার শালচাপড়া থেকে চুরি হয় লরিটি। লরির মালিক কাছাড় জেলার লায়লাপুরের জয়ধনপুর গ্রামের  সইদুল হক চৌধুরী। লরি চুরির ঘটনায় স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি করে। কাছাড় পুলিশের বার্তা পেয়ে হাইলাকান্দি পুলিশও লরিটি উদ্ধারে তৎপর হয়ে ওঠে। অবশেষে লালা পুলিশে খবর আসে চন্দ্রপুর গ্রামে লরিটি বিক্রি করার চেষ্টা করছে চোরচক্র। পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পেতে দরদাম শুরু করে। শেষ পর্যন্ত পাঁচ লক্ষ টাকা দাম সাব্যস্ত করে টাকা লেনদেনের সময় পুলিশ এক জনকে পাকড়াও করে ফেলে। পুলিশের হাতে আতক হওয়া ধৃত ব্যক্তির নাম সারিমুল হক বড়ভূইয়া। ইতিমধ্যে লালা পুলিশ তদন্ত অব্যাহত রাখছে।

Author

Spread the News