কাল শুক্রবার সর্বধর্ম সমন্বয় সভার ১০ বছরপূর্তি সম্মেলন শিলচর ওরিয়েন্টাল স্কুলে

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার দশম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে সর্বধর্মীয় সম্মেলন। সঙ্গে থাকছে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী কাল শুক্রবার বিকেল ২টায় শিলচর ওরিয়েন্টাল হাইস্কুলে আয়োজিত হবে এই অনুষ্ঠানমালা। শান্তি-সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব, সমন্বয় ও মানবতার উপরে বক্তব্য রাখবেন বিভিন্ন ধর্মীয় গুরুরা। সমাজের সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ৩০জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন।

দশ বছরপূর্তি বিশেষ স্মরণিকা উন্মোচিত হবে অতিথিদের হাত ধরে। এদিন কাছাড় ক্যানসার হাসপাতাল, সুন্দরী মোহন সেবা সদন, লায়ন্স ক্লাব অব লালা, হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, শিবম ও রূপম সাংস্কৃতিক সংস্থা, ডিজায়ার ফোর লাইফ রিসার্চ ট্রেইনিং অ্যান্ড ডেভেলাপমেন্ট সোসাইটি সহ ১১টি সংস্থা বা প্রতিষ্ঠানকে সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে যেকোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে বলে জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News