ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যস্তরে দ্বিতীয় স্থান অধিকার পালংঘাট হাইস্কুলের ছাত্রী সাক্ষীর

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : সদ্য ঘোষিত অল আসাম ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফলাফলে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পালংঘাট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সাক্ষী রায়। সমগ্র রাজ্যে দ্বিতীয় স্থান এবং কাছাড় জেলায় প্রথম স্থান অধিকার করে সে শুধু নিজের পরিবার নয়, বরং গোটা স্কুল এবং এলাকাকে গর্বিত করেছে। পালংঘাট সোমবারী বাজারের বাসিন্দা সঞ্জীব রায়ের মেয়ের এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া সর্বত্র।

স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, সাক্ষী বরাবরই মেধাবী ছাত্রী এবং তার কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলস্বরূপ এই সাফল্য এসেছে। প্রতিভা অন্বেষণ পরীক্ষায় জেলার মধ্যে প্রথম এবং রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সাক্ষীর এই কৃতিত্ব চৈতন্যচরণ জগৎচন্দ্র পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের সুনাম বৃদ্ধি করেছে। তার সহপাঠীরাও তার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। এলাকার মানুষ মনে করছেন, সাক্ষীর এই সাফল্য অন্যান্য ছাত্রছাত্রীদেরও উৎসাহিত করবে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে।

সাক্ষীর ভবিষ্যৎ জীবনের সাফল্যের কামনা করে স্কুলের প্রধান শিক্ষক, তার বাবা-মা এবং সহপাঠীরা শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যস্তরে দ্বিতীয় স্থান অধিকার পালংঘাট হাইস্কুলের ছাত্রী সাক্ষীর
ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যস্তরে দ্বিতীয় স্থান অধিকার পালংঘাট হাইস্কুলের ছাত্রী সাক্ষীর

Author

Spread the News