গুণোৎসবে কাছাড়ের নজরকাড়া সাফল্য, রাজ্যে ১১তম স্থানে দুর্দান্ত উত্থান
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : শিক্ষার উৎকর্ষতার পথে এক নতুন মাইলফলক অর্জন করল কাছাড় জেলা। গুণোৎসব ২০২৫-এ অসাধারণ সাফল্য প্রদর্শন করে রাজ্যের মধ্যে ১১তম স্থান অধিকার করেছে কাছাড়। গত বছরের ১৩তম স্থান থেকে এই উন্নতি জেলার শিক্ষা ব্যবস্থার প্রতি অবিচল অঙ্গীকার এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের এক উজ্জ্বল প্রতিফলন।
এবছরের মূল্যায়ন প্রক্রিয়াটি ব্যাপকভাবে পরিচালিত হয়, যেখানে ২,১৭৫টি স্কুলের ২,৩৪,১৬৩ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ২,২৯,২৩৩ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা ৯৭.৮৯ শতাংশ অংশগ্রহণের হার নির্দেশ করে। মূল্যায়নের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮৯৩ জন বহিঃজেলা থেকে মূল্যায়নকারী এবং ২২৭ জন লিয়াজোঁ অফিসারগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গুণোৎসব ২০২৫-এর ফলাফলে কাছাড় জেলার শিক্ষার গুণগত মানের উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিফলিত হয়েছে। মূল্যায়িত ১,৮১৬টি বিদ্যালয়ের মধ্যে ৯০৫টি প্রতিষ্ঠান এ+ গ্রেড অর্জন করেছে, যা মোট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৯.৮৩ শতাংশ। পাশাপাশি, ৬৫১টি স্কুল এ গ্রেড, ১৮৫টি বি গ্রেড, ৬১টি সি গ্রেড এবং মাত্র ১৪টি বিদ্যালয় ডি গ্রেড পেয়েছে। গত বছরের তুলনায় এ+ গ্রেড প্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা ৪৪.৫৪ শতাংশ থেকে বেড়ে ৪৯.৮৩ শতাংশে পৌঁছেছে, যা জেলার শিক্ষার মানোন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই অসাধারণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে শিক্ষকদের, শিক্ষার্থীদের, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনিক আধিকারিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, “এই সাফল্যের মূল চাবিকাঠি কঠোর পরিশ্রম ও নিষ্ঠা। এ+ গ্রেড প্রাপ্ত স্কুলের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমরা শিক্ষার মানোন্নয়নে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। কাছাড়ের প্রতিটি শিশুকে মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, গুণোৎসব আসাম সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য সরকারি বিদ্যালয়গুলির শিক্ষার মান পর্যালোচনা ও উন্নয়ন। এটি শিক্ষার্থীদের শেখার স্তর মূল্যায়ন, পরিকাঠামোগত চাহিদা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। এবছর জানুয়ারি ৬ থেকে ফেব্রুয়ারি ৭ পর্যন্ত তিনটি ধাপে গুণোৎসবের ষষ্ঠ পর্ব পরিচালিত হয়। রাজ্যের সরকারি ও প্রাদেশিককরণকৃত স্কুলগুলির পাশাপাশি চা বাগান মডেল স্কুল, আদর্শ বিদ্যালয়, আবাসিক স্কুল ফর বয়েজ এবং কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের (KGBV) প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
মূল্যায়ন প্রক্রিয়ায় মন্ত্রী, বিধায়ক, আইএএস, আইপিএস, আইএফএস আধিকারিক, বিভিন্ন বিভাগের অফিসার এবং কলেজের অধ্যাপকরা বহিরাগত মূল্যায়নকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গুণোৎসবের সুবিস্তৃত প্রভাব সারা আসাম জুড়ে দৃশ্যমান, যেখানে ১৩,৩০০টি স্কুল এ+ গ্রেড অর্জন করেছে, যা ২০১৭ সালে মাত্র ৬,০৩৭টি ছিল। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে অসম সরকার ইতিমধ্যেই অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ, শৌচাগার উন্নয়ন এবং স্কুল বিদ্যুতায়নের মতো নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যা গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল (RIDF)-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
গুণোৎসব ২০২৫-এর এই সাফল্য কাছাড় জেলার শিক্ষার অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই কৃতিত্ব কাছাড়ের জন্য যেমন গর্বের বিষয়, তেমনই রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে আরও উন্নতির লক্ষ্যে এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করতে পারে।