ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড সাকিরকে শ্রীভূমিতে আনা হল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড  সাকির আহমেদকে নিয়ে শ্রীভূমিতে পৌঁছে পুলিশ। বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় আনা হয় তাকে। গোপন খবরের ভিত্তিতে রবিবার কলকাতা থেকে শাকিরকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশ। বরাক উপত্যকায় প্রায় ৪০০ কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি সাকির বাহিনী করে। উপত্যকার বিভিন্ন স্থান থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ করে আত্মগোপন করেছিল শাকির আহমেদ সহ তার দালাল বাহিনী। এসংক্রান্তে শ্রীভূমি পুলিশ প্রশাসন নিজে থেকে ৪৪/২৫ নম্বরে একটি মামলা করে তদন্ত তদন্তে নেমে পড়ে। এরপর অনলাইন ট্রেডিং প্রতারণা সম্পর্কে ১৩ জনকে অভিযুক্ত করে একজন ভুক্তভোগী বদরপুর থানায় ৪৮/২৫ নম্বরে একখানা অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-কে তদন্তভার দেওয়া হয়। পুলিশও তাকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায় তবে ব্যর্থ হয়।

শেষমেশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পশ্চিমবঙ্গের মুকন্দপুর এলাকা থেকে শাকির আহমেদকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশ। সেই সঙ্গে অপর অভিযুক্ত শাকির আহমেদের ভাই জাবির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের কে যাদবপুর আদালতে হাজির করা হয় এবং ট্রানজিট রিমান্ডে শ্রীভূমিতে নিয়ে এসেছে। তাদের প্রথমে শ্রীভূমি জেলার বদরপুর থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্রীভূমি পুলিশসুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড সাকিরকে শ্রীভূমিতে আনা হল
ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড সাকিরকে শ্রীভূমিতে আনা হল

Author

Spread the News