সাত ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করা ইমামের প্রশংসা বিজেপি নেত্রীর
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : পুকুরে পড়া ভ্যান থেকে সাত ব্যক্তিকে রক্ষা করায় নিলামবাজারের মীরাবাড়ি টাইটাল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাসিতকে সংবর্ধনা জানালেন বিজেপি নেত্রী ও অসম মহিলা কমিশনের সদস্যা শিপ্রা গুণ। মঙ্গলবার তিনি মাদ্রাসায় গিয়ে ইমাম তথা শিক্ষক আব্দুল বাসিতকে সংবর্ধনা প্রদান করেন। তিনি ইমামের মানবিক উদ্যোগ ও অসাধারণ সাহসিকতার উচ্চ প্রশংসা করেন এবং বলেন…