বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে : আমিনুল হক
কাবুগঞ্জ বাজারে সংবর্ধনা ও সমর্থন নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : কাবুগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এক সংবর্ধনা সভায় নগদীরগ্রাম–চান্দপুর এলাকার বহু বাসিন্দা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের প্রতি জোরালো সমর্থন জানান। কংগ্রেসের মনোনয়ন দৌড়ে তাঁর নাম বিবেচনায় নেওয়ার দাবি জানায় স্থানীয় মানুষজন। রবিবার নাজিম উদ্দিন লস্করের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আমিনুল হক লস্করকে সংবর্ধনা…