কামপুরে রাজধানীর ধাক্কায় প্রাণ হারায় ৮টি হাতি
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : তীব্রগতির ট্রেনের ধাক্কায় করুণ মৃত্যু হল ৮টি হাতির। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় হাতিগুলি। দুর্ঘটনার ফলে ট্রেনটির ৪টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে যাত্রীদের কোনও প্রাণহানি হয়নি। শনিবার রাত ২টা ১৭ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। নগাঁও জেলার কামপুরের চাংজুরাই এলাকায় গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনাস্থলটি পূর্বে দুর্ঘটনাপ্রবণ…
