ঘুষ : কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : সরকারি অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগে এক কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মানকাচর রাজস্ব সার্কল অফিসারের কার্যালয়ের সিনিয়র সহকারী আখেরুজামান শেখকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

জমি কাজের জন্য ভুক্তভোগীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সিনিয়র সহকারীর বিরুদ্ধে। এ ছাড়া টাকা ছাড়া কোনো কাজ না করার অভিযোগও রয়েছে।

সেচ বিভাগের কর্মচারী আখেরুজামান শেখ দীর্ঘদিন ধরে মানকচর রাজস্ব সার্কল অফিসারের কার্যালয়ে সিনিয়র সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

তখন থেকে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার রয়েছে। এবং বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও আনেন ভুক্তভোগীরা।

জমির কাজ করার নামে প্রকাশ্যে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ভিডিও ভাইরাল হওয়ায় ইতিমধ্যেই ওই সিনিয়র সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। তদন্তে দোষী প্রমাণিত হলে সিনিয়র সহকারী আখেরুজ্জামান শেখকে বরখাস্ত করা হতে পারে। আজ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।

Author

Spread the News