উপনির্বাচন : নীহারের টিকিট চেয়ে বিজেপি জেলা সভাপতির কাছে সমর্থকরা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নীহারকান্তি দাসকে দলীয় টিকিট প্রদানের দাবিতে পালংঘাট জিপির প্রায় তিনশো সমর্থক বিজেপি কার্যালয়ে হাজির হলেন। বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে পৌঁছে জেলা সভাপতি বিমলেন্দু রায়ের কাছে জেলা তপসিলি বোর্ডের চেয়ারম্যান তথা কাছাড় জেলা বিজেপির নেতা নীহারকান্তি দাসকে আগামী ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপি দলীয় প্রার্থী হিসেবে টিকিট দাবি জানান।
সভাপতি বিমলেন্দু রায় বলেন, দল এখন পর্যন্ত ধলাই বিধানসভা নির্বাচনের প্রার্থীর বিষয় নিয়ে কোনও ধরনের নির্দেশ তাঁকে দেয়নি। দলের হাইকমান্ড বিবেচনা করে তা দেখবে। জেলা বিজেপি এখন এই বিষয়ে এখন কোনও কিছু বলতে পারবেন না। অন্যদিকে, নীহারকান্তি দাসের সমর্থকরা জানান, তিনি সুদীর্ঘ বছর থেকে বিজেপির হয়ে কাজ করে আসছেন, সেই সঙ্গে তিনি বর্তমানে জেলা তপসিলি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকে তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। যে কোন অসুবিধায় তাঁকে পাশে পাচ্ছেন, তাই এইবার তাঁকে বিজেপি দল আগামী উপনির্বাচনে দলীয় প্রার্থী করলে পাশে থাকবেন। সূত্রের খবর, ধলাই বিধানসভার উপনির্বাচনে ২০ জন দলীয় টিকিটের দাবিদার রয়েছেন।