কৃষকের সহায়তায় ধানের চারা রোপণ লোয়াইরপোয়া মণ্ডল কিষান মোর্চার সভাপতির

কৃষকের সহায়তায় ধানের চারা রোপণ লোয়াইরপোয়া মণ্ডল কিষান মোর্চার সভাপতির

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষিকাজে সহায়তা করলেন কিষান মোর্চা কর্মকর্তারা। বৃহস্প‌তিবার লোয়াইরপোয়া মণ্ডল কিষান মোর্চার সভাপতি স্বপন দাস বাজারিছড়ার কালাছড়া এলাকায় স্থানীয় কৃষকদের সঙ্গে ক্ষেতের মাঠে নেমে  ধানের চারা রোপণে হাত লাগান।পরে কৃষক মোর্চার ব্লক সভাপতি স্বপনবাবু সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, কেন্দ্র ও রাজ্য উভয় সরকার কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। পাশাপা‌শি বাস্তবে এগুলোর সঠিক বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সক্রিয় রয়েছে সরকার।অনুরূপ ভাবে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও সর্বদা কৃষিকাজের সার্বিক উন্নয়নে কাজ করছেন।

বিধায়ক দলের সব কর্মকর্তাদের এতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায় কৃষি প্রধান দেশে প্রগতির ক্ষেত্রে অন্নদাতাদের যথেষ্ট অবদান রয়েছে।তাই বিধায়কের অনুপ্রেরণায় লোয়াইরপোয়া মণ্ডলে দলের কিষান মোর্চা আরও সক্রিয় হয়ে কাজ করছে। এবং মোর্চার পক্ষেও সর্বদা কৃষি ক্ষেত্রের সমৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। স্বপন দাস বলেন, প্রদেশ কমিটির নির্দেশে ও করিমগঞ্জ জেলা কিষান মোর্চার সহযোগিতায় লোয়াইরপোয়া মণ্ডলের বিভিন্ন জায়গায় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সহায়তার জন্য এগিয়ে এসেছেন মোর্চার পদাধিকারীরা।

এদিন ধানের চারা রোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সমরজিত সিনহা, রাজু দাস, সুখমণি সিনহা, সুকুমার সিনহা, আফতাব উদ্দিন, অমিত দেব প্রমুখ। এদিন বাজারিছড়া ও বালিপিপলা জিপিতে মোর্চার পক্ষে ধানের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কৃষকের সহায়তায় ধানের চারা রোপণ লোয়াইরপোয়া মণ্ডল কিষান মোর্চার সভাপতির

Author

Spread the News