ইয়ুথ গেমসে কেলারিপাইটু খেলায় অংশগ্রহণকারী সুদেবী সিনহাকে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : শিলচর হাইলাকান্দি রোডে কাছাড় জেলা কেলারিপাইটু অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণার্থী সুদেবী সিনহা খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে কেলারিপাইটু খেলায় অংশগ্রহণ করবেন বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক প্রশিক্ষক রামজয় দাস উত্তরীয় পরিয়ে ও হাতে ফুলের তোড়া সংবর্ধনা জানান। রামজয় দাস বলেন, ক্যালারিপাইটু খেলায় সুদেবী সিনহা জেলা ও রাজ্য ভিত্তিক কেলারিপাইটু খেলায় অংশগ্রহণ করেছে কিন্তু এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে কেলারিপাইটু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়া পনেরো প্রশিক্ষন শিবিরে অংশগ্রহণ করবে ও আগামী খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কেলারিপাইটু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
সুদেবী সিনহার মা সাধনা সিনহা বলেন, পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে প্রথম দিকে সুদেবীর কেলারিপাইটু খেলাটি শিখতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু প্রশিক্ষক রামজয় দাসের সহযোগিতায় সুদেবী জেলা, রাজ্য ও বর্তমানে জাতীয় পর্যায়ে কেলারিপাইটু খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে ও আগামী দিনে দেশের হয়ে সুদেবী কেলারিপাইটু খেলায় অংশগ্রহণ করবেন বলে আশাবাদী তিনি। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত কোষাধ্যক্ষ সঞ্জীব সরকার এবং দুই প্রশিক্ষক আমির আহমেদ লস্কর ও দীপিকা নন্দী প্রমুখ সুদেবী সিনহা ষষ্ঠ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে বরাক তথা অসমের হয়ে কেলারিপাইটু প্রতিযোগিতায় পদক জয় করতে সক্ষম হবে বলে আশাবাদী।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।