শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বন্যার্তদের খোঁজ নিল এসইউসিআই

বরাক তরঙ্গ, ১ জুন : শিলচর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বন্যার্তদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজ খবর নিলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। শুক্রবার জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল শিবিরগুলোতে গিয়ে খোঁজ নেন। প্রতিনিধিরা জানান, তাঁদের কাছে অনেক আশ্রয় শিবিরের বানবাসীরা বলেন, প্রসাশনের পক্ষ থেকে এখনও চাল, ডাল ইত্যাদি অত্যাবশ্যকীয় সামগ্রী প্রদান করা হয়নি। কিছু আশ্রয় শিবিরে যদিও ত্রাণ বিতরণ করা হয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। দলের পক্ষ থেকে বলা হয় যে জেলার বহু স্থানে বাধের উপর বা উচুঁ স্থানে অস্থায়ীভাবে পলিথিন দিয়ে মাথাগোজার ব্যবস্থা করে যারা আশ্রয় নিয়েছেন তাদের খোঁজ খবর নিতে প্রসাশনের আধিকারিকরা পৌঁছাননি। ফলে বানবাসীরা কষ্টের মধ্যে দিনযাপনে বাধ্য হচ্ছেন।

দলের পক্ষ থেকে জেলার কোথাও যাতে নদী বাঁধ ভেঙে ও স্লুইসগেট দিয়ে বন্যার জল প্রবেশ না করে তা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি যে সব এলাকায় ইতিমধ্যে বন্যার জল প্রবেশ করে প্লাবিত করেছে সেসব স্থানে জনগণের খাদ্য, ওষুধপত্র, পানীয়জল ইত্যাদি প্রসাশনের পক্ষ থেকে প্রদানের জোরালো দাবি জানানো হয়।

Author

Spread the News