টিপারের চাপায় মৃত্যু ব্যক্তির, উত্তেজনা কাটিগড়ায়
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২ জুলাই : কাটিগড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকালে ন’টা নাগাদ কাটিগড়ার হিলাড়া চা বাগান ও মদুয়া সেতু সংলগ্ন জাতীয় সড়কে।

জানা গেছে, এদিন সকালে প্রচণ্ড বেগে কালাইন অভিমুখে যাচ্ছিল টিআর ০৫ ই ১৫৮৮ নম্বরের একটি টিপার গাড়ি। ওই সময় উল্টো দিক থেকে হেঁটে আসছিলেন মোহনপুর দ্বিতীয় খণ্ডের মদুয়ারপারের বাসিন্দা অজন দাস। সঙ্গে তিনটি গরুও। সজোরে ধাক্কায় মেরে টিপারটি উল্টে গেলে নিচে পড়ে যান অজন দাস সহ গরু গুলো। চাপায় মারা যান অজন দাস। পরবর্তী সময়ে পুলিশ ও স্থানীয়রা গরু গুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এবং ভজন দাসের মরদেহ উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধের জন্য চেষ্টা করলে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সমর্থ হন। পুলিশ পৌঁছে ক্রেন দিয়ে গাড়িটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে।