ধলাইয়ের বিভিন্ন স্থানে এসইউসিআইর সভা
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : রবিবার এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ধলাই বিধানসভার উপনির্বাচন উপলক্ষে পালংঘাট বাজার, পানিভরা বাজার, সিঙ্গারিপার, নিউ বাগবাহার, বারিকওফিস ইত্যাদি স্থানে পথসভা ও নির্বাঢনী জনসভার আয়োজন করা হয়। সভাগুলোতে বক্তব্য রাখেন দলের মনোনীত প্রার্থী গৌরচন্দ্র দাস, দলের রাজ্য কমিটির সদস্য যথাক্রমে অরুণাংশু ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী, ময়ূখ ভট্টাচার্য, কাছাড় জেলা কমিটির সদস্য মাধব ঘোষ, হিল্লোল ভট্টাচার্য, পরিতোষ ভট্টাচার্য প্রমূখ।
বক্তারা বলেন, নির্বাচনের দিন যত কাছে আসছে ততই ভোটারদের প্রলোভিত করতে বিভিন্ন ধরনের পথ শাসকদলের নেতারা অবলম্বন করছেন। এমনকি তাদের বক্তব্যের ভাষায় মানুষের মনে ভিতির সঞ্চার করছে যা সুষ্ট গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অন্তরায় তৈরি করতে পারে। তারা বলেন গণতান্ত্রিক দেশে নির্বাচন একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পুঁজিপতিদের টাকায় নির্বাচনে অংশ গ্রহণ করা রাজনৈতিক দলগুলো জনগণের স্বাভাবিক সমর্থন বেশি দিন ধরে রাখতে পারে না তাই তারা বাহুবল, অর্থবল প্রয়োগ করে ভোটারদের প্রভাবিত করে। দলের মনোনীত প্রার্থী গৌর চন্দ্র দাস বলেন ধলাই বিধানসভা কেন্দ্রের চারিদিকে ভোটারদের মধ্যে বিরাজ করছে তীব্র অসন্তোষ। শাসক বিজেপি দলের বিরুদ্ধে জনগণ এবার প্রকাশ্যে কথা বলছেন। বিজেপি দলের পক্ষ থেকে নানা চেষ্টা করেও সমর্থন ধরে রাখা মুসকিল হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিতে কংগ্রেস দল যদিও চেষ্টা করছে কিন্তু জনগণ কংগ্রেসের অপশাসন আজও ভুলে যান নি। তাই তাদের পক্ষেও জনগণ বেরিয়ে আসছেন না।
তিনি বলেন, দলের পক্ষ থেকে এবারের উপনির্বাচনে জনজীবনের মূল সমস্যা যথাক্রমে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুৎ ইত্যাদি পরিষেবাকে ধ্বংস করে বেসরকারিকরণের অপচেষ্টা, বরাক উপত্যকার জনগণের প্রতি বৈষম্য ইত্যাদি তুলে ধরে এর কারণ ও সমাধানের পথ ব্যখ্যা করা হচ্ছে তাতে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ জনগণ এখন বুঝতে পারছেন যে নির্বাচনের মাধ্যমে তাদের সমস্যা সমাধান হবে না। একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের পথেই জনগণের উপর যে ভয়াবহ আক্রমণ নেমে এসেছে তা প্রতিহত করা সম্ভব। তাই গণ আন্দোলনের পরীক্ষিত দল এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষে বিপুল সমর্থন পরিলক্ষিত হচ্ছে। দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্য বলেন পেশীবল, অর্থবল প্রয়োগ ছাড়া নির্বাচন হলে এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী গৌর চন্দ্র দাস জয়ী হবেন। কারণ জনগণের সামনে একমাত্র বিকল্প এখন মেহনতি মানুষের দল এস ইউ সি আই ( কমিউনিস্ট) দল। ভবতোষ চক্রবর্তী, ময়ূখ ভট্টাচার্য প্রমূখ দলের প্রার্থী গৌরচন্দ্র দাসকে বিপুল ভোটে নির্বাচিত করতে ভোটদাতাদের প্রতি আহ্বান জানান।