চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ : সুস্মিতা দেবকে স্মারকপত্র রূপায়ণ সংগ্রাম কমিটির
বরাক তরঙ্গ, ৪ মার্চ : চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ইতিমধ্যেই রেলমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র প্রেরণ করেছে। এই স্মারকপত্রের প্রতিলিপি বরাক উপত্যকার সাংসদদের প্রদানের কার্যসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের সঙ্গে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে। কমিটির সদস্যরা সাংসদ দেবের কাছে ২য় রেলপথ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথটি নির্মাণের দাবি সংসদে উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
চন্দ্রনাথপুর-লঙ্কা রেলপথের নির্মাণ নিয়ে রেল বিভাগ সমীক্ষা শুরু করে যদিও এই সমীক্ষার রিপোর্ট এখনও জনসমক্ষে প্রকাশিত হয়নি। এই পথ নির্মাণ হলে প্রায় ৩৪ কিলোমিটার রাস্তা কম এবং ভূমিধসপ্রবণ পাহাড় অনেকটাই এড়ানো সম্ভব হবে বলে কমিটির সদস্যরা উল্লেখ করেন। জনসাধারণের উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বার্থে শিলচর-বদরপুর, চন্দ্রনাথপুর-লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর দ্বিতীয় রেলপথ প্রকল্পটি যুদ্ধকালীন তৎপরতায় বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন। বৃষ্টির মরশুমে ভূমিধসের কারণে রেল চলাচল বিঘ্নিত হয় এবং এর ফলে যাত্রীরা হয়রানির শিকার হন। ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে বর্তমান পাহাড় লাইনের উপর প্রতিনিয়ত চাপ বাড়ছে, এবং আগামীদিনে আরও বাড়বে। তাই নতুন রেলপথ এই উপত্যকার জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত প্রয়োজন। এই রেলপথ বরাক সহ তিনরাজ্যের জীবনরেখা হিসেবে রয়েছে।

এই রেলপথ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায়। সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, মলয় ভট্টাচার্য, প্রবীর রায় চৌধুরী, দীপঙ্কর চন্দ, সুব্রত নাথ, নকুল রঞ্জন পাল, বিজিৎ কুমার সিনহা প্রমুখ।