অসমে ছয়টি আসনে লড়ছে এসইউসিআই

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে অসমে মোট ছয়টি লোকসভা কেন্দ্রে লড়ছে এসইউসিআই (কমিউনিস্ট)। ছয়টি কেন্দ্র হল যথাক্রমে শিলচর, করিমগঞ্জ, ধুবড়ি, বড়পেটা, দরং -ওদালগুড়ি ও লখিমপুর। শুক্রবার দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলের পক্ষ থেকে শিলচর আসনে প্রভাস সরকার, করিমগঞ্জে প্রোজ্জ্বল দেব, ধুবড়িতে সুরৎজ্জামান মণ্ডল, বড়পেটায় ডাঃ চিত্রলেখা দাস, দরং-ওদালগুড়ি আসনে জীতেন্দ্র চালিহা ও লখিমপুরে পল্লব পেগুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

চন্দ্রলেখা দাস আসন্ন লোকসভা নির্বাচনে চরম জনবিরোধী বিজেপি দলকে পরাজিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিজেপির শাসনকালে গোটা দেশে এবং রাজ্যে বেকার সমস্যা তীব্রতর হয়েছে। সরকারি শিল্প প্রতিষ্ঠান নতুন করে গড়ে উঠা তো দুরের কথা কাছাড় ও নগাঁও কাগজকল সহ অসংখ্য কল কারখানা বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি পরিকল্পিতভাবে বন্ধ করা হচ্ছে এবং শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রেল, ব্যাঙ্ক, বীমা সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ব্যক্তিগত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের নারীরা আজ অসুরক্ষিত। দেশের ছাত্র, যুব, শ্রমিক কৃষকরা তাদের নায্য অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে অবিরত লড়াই চালিয়ে যাচ্ছে। অথচ কেন্দ্র সরকার এতে কর্ণপাত করছে না বরং ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করতে দমনমূলক পন্থা অবলম্বন করছে।

অসমে ছয়টি আসনে লড়ছে এসইউসিআই

দেশে কার্যতঃ এক ফ্যাসিবাদি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দেশের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ইতিহাসবিদ, আইনজীবী, বিজ্ঞানী, খেলোয়াড় সহ সচেতন নাগরিকেরা সর্বাবস্থায় এই সরকারের পতন চাইছেন। তবে পুঁজিবাদী ব্যবস্থায় সরকার পরিবর্তন হলেও শোষণের অবসান হয়না। শোষণের অবসান হবে গণ আন্দোলনকে শক্তিশালী করার পথে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে দলের পক্ষ থেকে সিপিআই, সিপিআই (এম) সহ অন্যান্য বামপন্থী দলগুলোর কাছে দেশের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে বামপন্থী যুক্তফ্রন্ট গড়ে তুলে তার নেতৃত্বে গণতান্ত্রিক দল ও ব্যক্তিদের সামিল করে বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত করা এবং আন্দোলনের মাধ্যমে ব্যাপক অংশের জনসাধারণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে লড়াই করার আহ্বান জানান হয়েছিল। কিন্তু তারা সেই পথে এগিয়ে আসেনি বরং পুঁজিপতি শ্রেণীর অত্যন্ত বিশ্বস্ত দল কংগ্রেসের সাথে জোট গঠন করে শুধুমাত্র নির্বাচনে কয়েকটি আসন লাভের আশায় তাদের লেজুড় বৃত্তি করছে। জনগণের আন্দোলনের জোট গড়ে তুলে বিজেপি দলের পরাজিত করার পথে তারা এগিয়ে না আসায় দল একক শক্তিতে ভারতবর্ষের ২২ টি রাজ্যের ১৫১ টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

তিনি জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার স্বার্থে আসামের যে ছয়টি লোকসভা কেন্দ্রে দলের মনোনীত প্রার্থীরা রয়েছেন তাদের জয়ী করতে এবং বাকি আসনে বিজেপি বিরোধী ও গণ আন্দোলনের পরীক্ষিত প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান।

Author

Spread the News