অসমের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ এসইউসিআইর

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : দুর্গাপূজার সময় বাংলা ভাষায় পোস্টার বা ব্যানার লেখা এবং সেই ব্যানার গুলো ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের আসাম রাজ্য কমিটি। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে বলেন, উগ্রপ্রাদেশিকতাবাদী শক্তি অসমের জনসাধারণের ঐক্য সংহতিকে ধ্বংস  করার জন্য যে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সর্বশেষ ঘটনাটি তারই প্রকৃষ্ট উদাহরণ৷ এই শক্তি গুলো নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যেই স্বাধীনতার পর থেকেই বিভেদকামী কাজকর্ম চালিয়ে যাওয়ার ফলে বারবার অসমে ভাতৃঘাতী সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং অসমের আর্থ-সামাজিক উন্নয়ন মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে ৷

যাঁর ফলাফল আজকের যুবক-যুবতীদের ভোগ করতে হচ্ছে৷ উগ্রপ্রাদেশিকতাবাদী শক্তির এই বিভেদকামী কাজকর্মের ফলে সর্বস্তরের জনসাধারণকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে৷ ফলে এই শক্তির বিরুদ্ধে সচেতন থেকে সকল অংশের জনসাধারণকে শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান তিনি৷

Author

Spread the News