ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের হামলার নিন্দা এসইউসিআইর

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : মার্কিন সাম্রাজ্যবাদের ভেনেজুয়েলার উপর চালানো জঘন্যতম সামরিক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে  গুয়াহাটিতে এসইউসিআই কমিউনিস্ট) দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। রবিবার দুপুর ১ টায় দলের কর্মী সমর্থকরা উলুবাড়িস্থিত রাজ্য কমিটির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দৃপ্ত কণ্ঠে স্লোগান দেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলার থেকে হাত গুটাও, বিশ্বের যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন ইত্যাদি।

মিছিল শেষে উপস্থিত জনগণের সামনে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য অজিত আচার্য। তিনি বলেন মার্কিন সাম্রাজ্যবাদের এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। এই হামলা শুধু ভেনেজুয়েলার উপর নয়, বরং পুরো লাতিন আমেরিকার উপর চালানো হয়েছে, যার উদ্দেশ্য হলো বন্দুকের নলের মুখে সেখানকার সমস্ত দেশকে বশ্যতা স্বীকারে বাধ্য করা এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ সহ অন্যান্য দেশের সম্পদ লুণ্ঠন করা।

বর্তমান পরিস্থিতিতে, সমস্ত সাম্রাজ্যবাদবিরোধী, যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষকে এই ধরনের অপরাধমূলক হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে এবং আক্রান্ত ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়াতে ও সাম্রাজ্যবাদী হায়েনাদের লাতিন আমেরিকা থেকে সরে যেতে বাধ্য করতে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *