ইন্দোরে বিজেপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আটকে দিল এসইউসিআই

৬ মে : মধ্যপ্রদেশের ইন্দোরে পদ্মশিবিরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আটকেছে এসইউসিআই। বিজেপির শত প্ররোচনার পরও তারা প্রার্থীর মনোনয়ন তুলে নেয়নি। এর মধ্যে অবাক কাণ্ড ঘটাল সিপিএম। ইন্দোরে তাদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর লড়াই থেকে ছিটকে গিয়ে বিজেপির বিরুদ্ধে নোটায় ভোট দেওয়ার আবেদন জানাল। উল্টোদিকে চমক দিল সিপিআই। তারা বামপন্থী প্রতিরোধের প্রতীক হিসাবে এসইউসিআই প্রার্থী অজিত সিং পাওয়ারকে সমর্থন জানাল। ইন্দোরের ২৭ লক্ষ ভোটারের কাছে এই দুই দলের আবেদনের লিফলেট এখন সেখানে আলোচনার অন্যতম
বিষয়। বিজেপির বিরুদ্ধে বিরোধী প্রায় সব দলের প্রার্থী মনোনয়ন তুলে নিলেও এসইউসিআইর প্রার্থী অনড় থাকেন।

সিপিআইয়ের সমর্থন____

ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কুমারকে মনোনয়ন প্রত্যাহার করিয়ে বিজেপিতে যোগদান করিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। নিজের গাড়িতে অক্ষয়কুমারকে নিয়ে ঘোরার ছবিও পোস্ট করেন। তার মধ্যেই এসইউসির প্রার্থীকেও তাঁর নাম প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের নির্দেশ ও সাহসে সেখানে এসইউসিআই এই পরিস্থিতির মোকাবিলা করে।

Author

Spread the News