প্রশ্নপত্র কাণ্ড : বরাক ভূমিতে যেন এরকম নোংরা কার্যাদি আর কভু না দেখতে হয়
।। মওলানা মহবুবুর রহমান।।
অধ্যক্ষ, ভয়েস অব ফ্রিডম,
নর্থ ইস্ট ইন্ডিয়া রিজন।
বরাক তরঙ্গ, ১৪ জুন : অতি সম্প্রতি ক্লাস থ্রি-র বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়! প্রশ্নপত্র টি দেখে শিউরে উঠি! বাংলা বিষয়ের প্রশ্নপত্র, আবার ইংরেজিতে ? খবর নিয়ে দেখা যায় প্রশ্ন পত্রটি বাংলা ভাষা শহিদদের শহর শিলচরের নামকরা ইংরেজি মাধ্যম বিদ্যালয় ডনবস্কো স্কুলের! আফসোস ! ধিক্কার জানাই।
শিক্ষিত ও সচেতন মহলে স্বভাবতই প্রশ্ন ওঠছে, বাংলা বিষয়ের প্রশ্ন কিন্তু সেখানে ইংরেজি শব্দ দিয়ে কেনো টাইপ করা হয়েছে? বরাক বাঙালি ক্ষোভে ফুঁসে উঠেছেন! বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সাফাই দেওয়া হয় যে,যেহেতু বিদ্যালয়টি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমের, তাই ক্লাস থ্রি থেকে বাংলা সাবজেক্ট যোগ করা হয়েছে! যারা ক্লাস থ্রি তে অ্যাডমিশন নিয়েছে, ওরা সবেমাত্র বাংলা স্বরবর্ণ শিখছে, তাই ওদের পক্ষে বাংলা ভাষায় প্রশ্ন তৈরী করলে ওদের বুঝতে অসুবিধা হয়! তাই বিদ্যালয় কর্তৃপক্ষ ইংরেজি টাইপ করে বাংলা পেপারটি তৈরী করেছে, যাতে বাচ্চাদের বুঝতে সুবিধা হয়, তা ছাড়া এটা মাত্র ক্লাস ইউনিট টেস্ট! আগামী দিনে ক্লাস ফোর থেকে তাঁরা বাংলা প্রশ্নপত্র পুরোপুরি বাংলা ভাষায় বাধ্যতামূলক তৈরী করবেন ইত্যাদি।
প্রশ্ন হলো, এ স্কুলের শিক্ষার্থীরা কি ইউরোপ আমেরিকা থেকে এসেছে যে, নিজের মাতৃভাষাকেই বুঝবে না? যে ভাষার মাতৃকোলে জন্ম তাঁদের সে ভাষার চাইতে ইংরেজি বেশি বোধগম্য? বেশ চমৎকার তো! তার মানে কি এই নয় যে, ভাষা শহিদদের রক্তস্নাত উপত্যকার শিশুদের মাতৃভাষা কাঙ্ক্ষিত মানের শেখানো হচ্ছে না? এতো দেখছি, কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো অবস্থা! এদিকে, আবার কর্তৃপক্ষের তরফে বুঝি আশ্বাসও দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই প্রেস-মিট করে আসল বিষয়টি খোলসা করবেন। আজব তো! ভুলের আবার যুক্তি ও খোলসা!
উল্লেখ্য, অন্য যে কোনো ভাষা রপ্ত করতে নিজ মাতৃভাষা ভিত্তিপ্রস্তর হিসেবে ভীষন কার্যকর। তাই এ পথেই ধাইতে হবে। তাই তো প্রাথমিক স্তরে মাতৃভাষায় পাঠদানের নিদান দেওয়া হচ্ছে। আর এখানে তো ঐ প্রশ্নপত্রে (বাংলার প্রশ্নপত্র ইংরেজিতে করে) বাংলা ভাষা তথা বাঙালির স্বাভিমান নিয়ে খেলা করা হয়েছে, ক্ষমা চাইতে হবে।
যাই হোক, আমরা বরাক বাঙালি এতোসব যুক্তি তর্কে নেই। এর কঠোর বিহিত কাম্য। কতৃপক্ষের শুভদৃষ্টি কামনা করছি। সর্বোপরি, আমরা এ সব ঘৃণ্য কর্মকাণ্ডের নিকেশ চাই।বরাক ভূমিতে যেন এরকম নোংরা কার্যাদি আর কভু না দেখতে হয়। শহিদদের রক্তে রাঙা ভূমিতে যেন আর এহেন অপমানজনক কিছু না দেখি। বরাকবাসীর তরে এ মোর হার্দিক প্রত্যাশা।