নয়া পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : নতুন পেনশন নীতি প্রত্যাহার করে ফের পুরানো পেনশন ব্যবস্থা চালু করার দাবিতে সোচ্চার হয়েছে অসম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিট ও সারা অসম কলেজ কর্মচারী সংস্থার রাধামাধব কলেজ ইউনিট। শনিবার সারা আসাম কর্মচারী পরিষদের ডাকা একদিবসীয় অবস্থান ধর্মঘট কর্মসূচীকে সমর্থন জানিয়েছে সারা অসম কলেজ শিক্ষক সংস্থাও। এরই অঙ্গ হিসাবে এদিন রাধামাধব কলেজ প্রাঙ্গণে কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও তাদের ন্যায্য দাবি আদায়ে একদিনের অবস্থান ধর্মঘটে সামিল হলেন। 

এদিনের অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখতে গিয়ে আসাম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জোনের কেন্দ্রীয় কমিটির কার্য্যনির্বাহক সদস্যা ড০ অরুন্ধতী দত্ত চৌধুরী ও রাধামাধব কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ড০ অরুণাভ ভট্টাচার্য জানান, সারা অসম কর্মচারী পরিষদের দ্বারা পরিচালিত আজকের এই আন্দোলনে আমরাও সামিল হয়েছি। তারা বলেন, শিক্ষকদের ভবিষ্যতের কথা চিন্তা করে পুরোনো পেনশন নীতি ফের চালু করা হোক। কেননা ওপিএস আমাদের অবসরকালীন সময়ের জন্য সুরক্ষা কবচ, কাজেই সরকারকে এনিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে। তারা বলেন দেশের বিভিন্ন রাজ্যে পুরোনো পেনশন ব্যবস্থা ফের প্রবর্তন করা হয়েছে, আসামেও যাতে নতুন পেনশন নীতি প্রত্যাহার করে পুরোনো পেনশন ব্যবস্থা ফের চালু করা হয় তারজন্য আমরা সরকারের নিকট দাবি জানাই। 

এদিনের কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের উপাধ্যক্ষা তথা আসাম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের সভানেত্রী ড০ অসীমা রায়, অধ্যাপিকা যথাক্রমে ড০ নবনিতা দেবনাথ, স্বর্ণালী রায় চৌধুরী, ড০ নম্রতা নাথ, ড০ শবনম সারংশা, অধ্যাপক যথাক্রমে ড০ মণিকুমার সিংহ, ড০ রাহুল শরনিয়া, ড০ বিধান বর্মণ, ড০ এম সানি সিংহ প্রমুখ। উল্লেখ্য এদিনের অবস্থান ধর্মঘটে রাধামাধব কলেজ কর্মচারী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন প্রণব কুমার দে, পূর্ণেন্দু দাস, গৌরীশঙ্কর ধর, সুরজিৎ রায়, পিটার নোঁয়া রংমাই, অরূপ পাল, গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাশ, বাসব দাস পোদ্দার, শৈলেন দাস, কেলহৌক্রি রুৎসা, সন্দীপ নাথ সহ অন্যান্যরা। 

Author

Spread the News