হাইটেশন বিদ্যুতের তারে উপর শুয়ে পড়ল যুবক

২ জানুয়ারি : তড়তড়িয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন যুবক। উপরে উঠেই পাশাপাশি তারের উপর শুয়েও পড়লেন। শীতের মিঠে রোদে তারের উপর শুয়েই ঘুমিয়ে পড়লেন যুবক। যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া স্থানীয় বাসিন্দা থেকে পথচারীদের। যুবকের কীর্তি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মানয়াম জেলায়। এম সিঙ্গিপুরম গ্রামের ভরা বাজারে মত্ত অবস্থায় ঘুরছিলেন এক যুবক। আচমকাই হাইটেশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন তিনি। উপরে উঠে তারের উপর শুয়ে পড়েন। চোখের উপর হাত রেখে নিশ্চিন্তে ঘুমিয়েও পড়েন। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

হাইটেশন বিদ্যুতের তারে উপর শুয়ে পড়ল যুবক

স্থানীয়রা জানিয়েছেন, যুবক মত্ত অবস্থায় ছিলেন। অনেকেই তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তা সত্বেও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন যুবক। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, হাফ প্যান্ট আর শার্ট পরেই তারের উপর শুয়ে ঘুমিয়ে পড়েন তিনি। নীচে দাঁড়িয়ে পথচারীরা চিৎকার করে তাঁকে সাবধান করেন। বিপদ বুঝে তখনই ট্রান্সফরমারটি বন্ধ করে দেন গ্রামবাসীরা। কিছুক্ষণ পর বিদ্যুতের খুঁটিতে উঠে যুবককে জোর করে নীচে নামিয়ে আনা হয়। খবর দেওয়া হয় পুলিশেও। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News