বিএসএনএলের অবসরপ্রাপ্ত এসডিও এমআর লস্কর প্রয়াত
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) অবসরপ্রাপ্ত এসডিও মুবিনুর রহমান লস্কর ওরফে এমআর লস্করকে হাজারো জনতার উপস্থিতিতে চোখের জলে শেষ বিদায় জানানো হলো। তিনি দীর্ঘদিন থেকে লিভার জনিত সমস্যার পাশাপাশি বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার বিকাল ৪-৪০ মিনিটের সময় হাইলাকান্দি শহরের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর বাজারের কেরোসিন এজেন্সির স্বত্বাধিকারী প্রয়াত হাজি ইর্শাদুর রহমান লস্করের জেষ্ঠ পুত্র ছিলেন। এম আর লস্করের কর্মজীবন শুরু হয়েছিল শিবসাগর জেলার বিএসএনএল অফিস থেকে। এরপর তিনি অসমের বিভিন্ন প্রান্তে চাকরিজীবন অতিবাহিত করে হাইলাকান্দি বিএসএনএল অফিস থেকে অবসর নেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় সময় সাহাবাদ বাইপাস সংলগ্ন খোলা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে মরদেহ সমাহিত করা।
জানাজার নামাজ পরিচালনা করেন তারই কনিষ্ঠ পুত্র মোরাদ ইমন লস্কর। ২০০৯ সালে চাকরিজীবন থেকে অবসর গ্রহণের পর ২০১১ সালে পবিত্র হজব্রত পালন করেন। তার প্রচেষ্টায় হাইলাকান্দির জেলার বিভিন্ন অঞ্চলে তৎকালীন সময়ে মোবাইল টাওয়ার বসেছিল। তিনি রেখে গেছেন তিন পুত্র, পুত্রবধু, এক ভাই, দুই বোন, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ।প্রয়াতের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, কংগ্রেসের রাজ্য সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক ফিরোজ খান চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়ভূইয়া, কাটলিছড়া উন্নয়ন খণ্ডের অবসরপ্রাপ্ত অ্যাকাউটেন্ট আব্দুল বাসিত লস্কর, উছমানীয়া জামে মসজিমদের ইমাম আমির হুসেন লস্কর প্রমুখ।