ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্প প্রদর্শনীতে ধলাই গঙ্গানগর সার্কলের মোগা ও এরি চাষীদের স্টল

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : অসম সরকারের ইন্ডাস্টি, কমার্স অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ বিভাগের উদ্যোগে শিলচর টাউন ক্লাব মাঠে ক্ষুদ্র লঘু ও মাঝারি শিল্প প্রদর্শনী সেমিনার ও প্রশিক্ষণ শিবিরে স্টল বসিয়েছে কাছাড় জেলা রেশম বিভাগ। রেশম নিয়ে বরাক উপত্যকার জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই প্রদর্শনী স্টল বসানো হয়েছে বলে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শিবির চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে কাছাড় জেলার গঙ্গানগর সার্কলের মোগা ও এরি চাষীদের পক্ষ থেকে মোগা রেয়ারিং ও এরি পোকা পালনের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়েছে। রেশম বিভাগের কাছাড় জেলা ফিল্ড অফিসার ওয়াব আলি জানান প্রদর্শনীতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News