ধলাইয়ে মালুগ্রামে মণিপুরি ইয়ুথ ক্লাবের রাস্তা সংস্কার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : মধ্য ধলাইর পালংঘাট জিপির মালুগ্রাম ও রুকনি জিপির দুলালগ্রামের গ্রামীন রাস্তা সংস্কারে হাত লাগাল মালুগ্রাম মণিপুরি ইয়ুথ ক্লাবের স্বেচ্ছাসেবীরা। শুক্রবার মণিপুরি ইয়ুথ ক্লাবের প্রায় ত্রিশ-চল্লিশ জন স্বেচ্ছাসেবক এলাকার রাস্তাঘাটের সংস্কারে হাত লাগান। এদিন ক্লাবের সভাপতি রঞ্জু সিংহ এবং সুরেন্দ্র সিংহ বলেন, আর দু’দিন পরই প্রভু জগন্নাথের রথযাত্রা উৎসব। কিন্তু এলাকার রাস্তাঘাট গুলো আগাছায় ভরে গেছে। রাস্তার উপরও হেলে পড়েছে গাছের শাখাপ্রশাখা, বাঁশ এবং ঝাঁপঝাড়। এ অবস্থায় রথযাত্রা উৎসব আয়োজন অসম্ভব। তাই তারা রাস্তার পাশের আগাছা ও ঝোপঝাড় কেটে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন।

ধলাইয়ে মালুগ্রামে মণিপুরি ইয়ুথ ক্লাবের রাস্তা সংস্কার

এছাড়াও এলাকার বাবাতন এমই স্কুলের রাস্তাটিও সংস্কার করেছেন বলে এদিন জানান মালুগ্রাম মণিপুরি ইয়ূথ ক্লাবের কর্মকর্তারা। এদিন পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীলও মণিপুরি ইয়ুথ ক্লাবের সমাজসেবামূলক কাজকর্মে সহযোগিতা করে বলেন, দুলালগ্রাম -মালুগ্রাম-ঝুলনপুল পূর্ত সড়ক টির উপর অসংখ্য গাছ ও বাঁশঝাড় হেলে পড়েছে। এছাড়াও আগাছায় ছেয়ে গেছে রাস্তার দুপাশ। এ অবস্থায় মালুগ্রাম মণিপুরি ইয়ুথ ক্লাবের রাস্তা সংস্কারের কাজটি খুবই প্রশংসনীয় বলে জানান পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল।

Author

Spread the News