পোলান্ডে মিস ফটোজেনিক শিরোপা অর্জন শিলচরের কন্যা অনুরাধার

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলচরের কন্যা অনুরাধা রায় পোল্যান্ডে মিস্ ইন্ডিয়া পোল্যান্ড ও মিস্ ফটোজেনিক শিরোপা অর্জন করেন।বিষয়টি নিয়ে বাবা বিনীত রায় জানান, অনুরাধা ছোটবেলা থেকেই পড়াশোনার সঙ্গে নৃত্যের প্রতি বেশি আকৃষ্ট ছিল এবং তিনি চাকরির ক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় বদলি হয়েছে, তাই অনুরাধার পড়াশোনা প্রাথমিক পর্যায়ে গুয়াহাটিতে ও উচ্চপর্যায়ে দিল্লি ইউনিভার্সিটিতে হয়েছে।

পরবর্তী সময়ে ২০২১ সালে পোল্যান্ড সরকারের বৃত্তি পেয়ে পোলান্ড  ইউনিভার্সিটিতে “ক্রেনিক্যাল সাইকোলজি” বিষয়টি নিয়ে পড়াশুনা করেন এবং বর্তমানে সে পোল্যান্ডের একটি বেসরকারি কোম্পানিতে রেক্রুটমেন্ট অ্যাসিস্টেন্ট অ্যাডভাইজার সহ অবসর সময়ে একজন মনোবিজ্ঞানী হিসেবে সেখানে কাজ করে যাচ্ছেন এবং অনুরাধাকে ইন্ডিয়ান এম্বাসিতে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সে নৃত্য পরিবেশন করে থাকেন। সেই সুবাদে তাঁকে সেখান থেকেই রাজভি ইভেন্টসের দ্বারা আয়োজিত প্রতি বছরের মতো ২০২৪ সালের মিস ইন্ডিয়া পোল্যান্ড প্রতিযোগিতায় সুযোগ পান ও এই মহিলাভিত্তিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম স্থান সহ মিস ফটোজেনিক শিরোপা অর্জন করতে সক্ষম হন। সুদূর পোল্যান্ড থেকে অনুরাধা রায় জানান আগামীতে  পুণরায় রাজভি ইভেন্টসের দ্বারা আমেরিকার নিউইয়র্কে আয়োজিত মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করবেন।

পোলান্ডে মিস ফটোজেনিক শিরোপা অর্জন শিলচরের কন্যা অনুরাধার
পোলান্ডে মিস ফটোজেনিক শিরোপা অর্জন শিলচরের কন্যা অনুরাধার

Author

Spread the News