শিলচর ডেভেলপমেন্ট অথরিটি : ঋণ থেকে সম্ভাবনার পথে পাঁচ বছরের রূপান্তর

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : ২০২০ সালের ১৭ নভেম্বর যখন মঞ্জুল দেব শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ছিল একেবারে নড়বড়ে। প্রতিষ্ঠানটির উপর তখন প্রায় এক কোটি ৭৫ লক্ষ টাকার ঋণের বোঝা, ভেঙে পড়ছিল অফিস ভবন, মাসের পর মাস বেতনহীন ছিলেন কর্মচারীরা, আর ট্যাক্স সংক্রান্ত জটিলতায় আটকে পড়েছিল বহু ফাইল—প্রায় ১২ বছর ধরে। কিন্তু পাঁচ বছর পর আজ ছবিটা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে ওই একই অথরিটির তহবিলে রয়েছে ১০ কোটিরও বেশি সম্পত্তি, আর সকল প্রশাসনিক কার্যক্রম ফিরে এসেছে নিয়মতান্ত্রিক ছন্দে।

অবসর গ্রহণের প্রাক্কালে একান্ত সাক্ষাৎকারে চেয়ারম্যান মনজুল দেব জানান, “শুরুটা ছিল খুব কঠিন। তবে একের পর এক সমস্যার সমাধান করতে করতে আমরা প্রতিষ্ঠানকে স্থিতিশীল অবস্থানে আনতে পেরেছি।”চেয়ারম্যানের উদ্যোগে বিগত পাঁচ বছরে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি গ্রহণ করেছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। শিলচর শহরের পরিধি বৃদ্ধি করে প্রায় ৩০০ কিলোমিটারেরও বেশি এলাকাকে যুক্ত করে তৈরি হয়েছে নতুন মাস্টারপ্ল্যান। কসমিক মার্কেটের জড়তা কাটিয়ে নেওয়া হয়েছে আবাসিক প্রকল্পের প্রস্তুতি। সাধারণ নাগরিক যাতে কোনও ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা।সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, দীর্ঘ পাঁচ বছরে অথরিটির কার্যক্রম নিয়ে কোনো বড় বিতর্কের সৃষ্টি হয়নি। দায়বদ্ধতা ও সততার সঙ্গে কর্তব্য পালন করাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন প্রশাসনিক মহল।

বিদায়লগ্নে চেয়ারম্যান মনজুল দেব বলেন, “যদি ভবিষ্যতে সরকার আবার এই দায়িত্ব অর্পণ করে, তাহলে শিলচর শহরের বাকি উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার সুযোগ পাব।”শহরবাসীর প্রত্যাশা, মঞ্জুল দেবের এই উন্নয়ন-ধারা আগামীতেও অব্যাহত থাকবে, আর শিলচর হবে আসামের অন্যতম আধুনিক নগর কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *