সাংবাদিক উত্তমকুমারের পিতৃদেব প্রবীণ নাগরিক অরবিন্দ সী প্রয়াত

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : স্বল্পকালীন রোগ ভোগের পর প্রয়াত হলেন উধারবন্দের প্রবীণ নাগরিক অরবিন্দ সী। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগে অবশেষে নিউমোনিয়ায় আক্রান্ত হন। আর বৃহস্পতিবার ভোররাত ৫টা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৭ বছর। রেখে গেছেন দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনি, ভ্রাতুষ্পুত্র-ভ্রাতুষ্পুত্রী সহ অসংখ্য আত্মীয়-পরিজন এবং গুরুভাই-গুরুবোনকে।

অরবিন্দ সী প্রথম জীবনে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল কোর্পসে চাকরি করতেন। পরে সেই চাকরি ছেড়ে অসম সরকারের কৃষি বিভাগে যোগ দেন। ১৯৯৮ সালে তিনি হাইলাকান্দি থেকে অবসর গ্রহণ করে উধারবন্দের মূল বাড়িতে চলে আসেন। তিনি ছিলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেবের একনিষ্ঠ সেবক। অসম বঙ্গীয় সারস্বত সংঘের সঙ্গে আমৃত্যু জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে উধারবন্দে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে অনেকেই আর্যপল্লির বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। শুক্রবার দুপুরে গুণমুগ্ধদের উপস্থিতিতে উধারবন্দ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রয়াত অরবিন্দ সী-র বড় ছেলে উত্তমকুমার সী একজন বরিষ্ঠ সাংবাদিক এবং বর্তমানে সাময়িক প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *