সাংবাদিকদের কার্ড প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সেমজা

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : কাছাড় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সেমজা) মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রদান করে। গত দুই বছর ধরে ঝুলে থাকা অসম সরকার কর্তৃক স্বীকৃত সাংবাদিকদের কার্ড প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়। সেমজার সদস্যরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন কাছাড় জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়ার জন্য যেন বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিকদের জমা দেওয়া আবেদনগুলির যাচাই করার জন্য দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা একটি সভা আয়োজন করতে।

তাদের আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, গত দুই বছর ধরে অনেক সাংবাদিক প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছেন। কাছাড় জেলা কমিশনার সহ নির্বাচিত একটি গ্রুপের মাধ্যমে বারবার সভা স্থগিত হওয়ার কারণে তা হচ্ছে না। এই বিলম্বের কারণে সাংবাদিকদের মধ্যে অসুবিধা সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের কার্ড প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সেমজা

মুখ্যমন্ত্রী ড. শর্মা সেমজার সদস্যদের আশ্বস্ত করেছেন, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিততে মন্ত্রী কৌশিক রায় সেমজার সদস্যদের আশ্বস্ত করেছেন যে দু-তিন দিনের মধ্য  জেলা কমিশনার মৃদুল যাদবকে সঙ্গে নিয়ে সেমজার সদস্যদের নিয়ে একটি বৈঠক করে এই সমস্যা সমাধান করে দেবেন। স্মারকলিপি প্রদানের সময় সেমজার পক্ষে ছিলেন সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, দুই সহ-সভাপতি অনিরুদ্ধ লস্কর, ইয়াহিয়া লস্কর, সাধারণ সম্পাদক বিক্রম সরকার, সহ সম্পাদক আহাদুল আহমেদ, কোষাধ্যক্ষ অরূপ নন্দী, অজিত দাস, ভোলা নাথ, দিলোয়ার হোসেইন বড়ভূইয়া।

Author

Spread the News