লাবকে বরাক চা-শ্রমিক ইউনিয়নের হীরক জয়ন্তী সমারোহ
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : বরাক চা-শ্রমিক ইউনিয়নের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষীপুর বিধানসভা এলাকার লাবক চা-বাগানের খেলার মাঠে একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের আয়োজন করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। এই হীরক জয়ন্তী সমারোহে মূর্খ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বা শর্মাকে কিন্তু অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, শ্রীভূমি সাংসদ তথা বরাক চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা। উধারবন্দের প্রাক্তন বিধায়ক অজিত সিং সহ অন্যান্যরা সম্মানিত ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানে শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে একটি করে উত্তরও দিয়ে সংবর্ধনা জানান বরাক চা-শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা মুখ্য অতিথি মন্ত্রী রূপেশ গোয়ালা এবং সম্মানিত অতিথি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার কে একটি করে মেমেন্টো এবং একটি করে চা জনজাতীয় প্রতীক তীর ধনুক দিয়ে সম্মাননা জানান সংস্থার কর্মকর্তারা স্বাগত বক্তব্য রাখেন বরাক চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি সাংসদ কৃপানাথ মালা বরাক চা শ্রমিক ইউনিয়নের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন দিক ও খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা।

অনুষ্ঠানে চা জনজাতি কল্যাণের উদ্দেশ্যে সরকারের কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন অসম সরকারের শ্রম ও চা জনজাতীয় কল্যাণ পরিষদের মন্ত্রী রূপেশ গোয়ালা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার প্রমুখ। অনুষ্ঠানে কার্যসূচির মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্য সদস্যদের পরিবারবর্গের হাতে মানপত্র দিয়ে সংবর্ধনা জানান উপস্থিত শ্রম এবং চা জনজাতী কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা। ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত দীনেশ প্রসাদ গোয়াল মানপত্র তুলে দেওয়া হয় তাঁর স্ত্রী মণি গোয়ালা হাতে। অনুষ্ঠানে বরাক চা শ্রমিক ইউনিয়নের একটি পুস্তিকা উন্মোচন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি সহ উপস্থিত সম্মানিত অতিথিরা। এ দিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের অনুষ্ঠান চলবে সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় ১০ হাজারেরও অধিক বরাক উপত্যকার বিভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
