নীহাররঞ্জন দেবনাথকে রাষ্ট্রীয় মুসলিম মহাসভার সংবর্ধনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : দেশ-বিদেশে একের পর এক সম্মাননা প্রাপ্তির পর, এবার রাষ্ট্রীয় মুসলিম মহাসভার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হল কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক নীহাররঞ্জন দেবনাথকে। মঙ্গলবার সকাল দশটায়, রাষ্ট্রীয় মুসলিম মহাসভার কয়েকজন কর্মকর্তা বরাক উপত্যকার আছিমগঞ্জ মহারাজা কবি ভবনে উপস্থিত হন। সেখানে মহাসভার পক্ষ থেকে বরাক উপত্যকার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও মানবাধিকার সংগঠক নীহাররঞ্জন দেবনাথকে অসমিয়া উত্তরীয় গামোছা ও মানপত্র প্রদান করে সংবর্ধনা জানিয়েছেন রাষ্ট্রীয় মুসলিম মহাসভার কর্মকর্তাবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে মহাসভার কর্মকর্তারা নীহাররঞ্জন দেবনাথের প্রশংসা করে বলেন, যখন বিশ্বজুড়ে অরাজকতা, সামাজিক বৈষম্য ও নানা অপকর্ম চলছে, তখন তিনি সাহিত্যের মাধ্যমে সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর অসাধারণ প্রতিভা শুধু ভারতেই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে। নীহার রঞ্জন দেবনাথের মানবিক অবদানকে স্বীকৃতি জানিয়ে ইতিমধ্যেই তাঁকে বিভিন্ন দেশ থেকে ‘মহারাজা’, ‘মহারাজাধিরাজ’ ও ‘সাম্যের দেবদূত’ উপাধিতে ভূষিত করা হয়েছে। জাত-পাত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার সেবায় নিবেদিত তাঁর চিন্তাধারায় সমাজ উপকৃত হবে বলে কর্মকর্তারা আশা ব্যক্ত করেন।

নীহাররঞ্জন দেবনাথকে রাষ্ট্রীয় মুসলিম মহাসভার সংবর্ধনা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মুসলিম মহাসভার কেন্দ্রীয় প্রশাসনিক সম্পাদক মোহাম্মদ কাসিম উদ্দিন, কেন্দ্রীয় উপ-সভাপতি কারি মোহাম্মদ বিলাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মওলানা তাহিরুল হক, কারি জাকির হুসাইন, কারি নাসিম উল্লাহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নীহাররঞ্জন দেবনাথকে রাষ্ট্রীয় মুসলিম মহাসভার সংবর্ধনা

Author

Spread the News