এসসি মোর্চার সাত বিধানসভা কেন্দ্র এবং তেইশ মণ্ডলের প্রভারী নিযুক্ত

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড় জেলা বিজেপির এসসি মোর্চার সাত বিধানসভা কেন্দ্র এবং তেইশ মণ্ডলের প্রভারী নিযুক্ত করা হয় বৃহস্পতিবার। কাছাড় জেলা এসসি মোর্চার সভাপতি স্বপন শুক্লবৈদ্য স্বাক্ষরিত এক নির্দেশে এই নিযুক্তি প্রদান করা হয়। কাছাড় জেলার সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে লক্ষীপুরে প্রভারী নিযুক্ত হয়েছেন অমলেন্দু লস্কর, উধারবন্দে অমলেন্দু রায়, শিলচরে শিল্পী দাস, ধলাইয়ে অষ্টলাল চৌধুরী, বড়খলায় অরবিন্দু দাস, কাটিগড়ায় রুমারানি দাস এবং সোনাইয়ে বাবলু কেওট। তেইশ মণ্ডলের মধ্যে লক্ষীপুরে অরুণ শুক্লবৈদ্য, রাজাবাজারে সুধাংশু শুক্লবৈদ্য, বিন্নাকান্দিতে রাজেন রবিদাস, উধারবন্দে হীরক সূত্রধর, কাশীপুরে ভাস্কর জ্যোতি দাস, মালুগ্রাম-রংপুরে সুদীপ মেহেরা, কাটিগড়ায় বিপ্লব দাস, কালাইনে অলককুমার দাস, বদরপুর – পাঁচগ্রামে স্নেহাঙশু দাস, পশ্চিম কাটিগড়ায় সন্তোষ রায়, বড়খলায় ঝর্ণা রায় চৌধুরী, চাতলাতে রূপেশ দাস, তাপাঙে অবিনশা জগজ্যোতি, শ্রীকোণায় রত্না দাস, নিউ শিলচরে জীবন অধিকারী, মধ্য শহরে কৃপা সিন্ধু দাস, শিলচর ব্লকে অমিত দাস, সোনাইয়ে অঞ্জন রায়, রামনগরে দেবাশিস রায়, গোবিন্দপুরে পিনাক দাস, বড়জালেঙ্গায় সন্ধ্যা মালাহ, ধলাই- নরসিংপুরে কৃষ্ণেন্দু দাস এবং পালঙঘাটে বিমল দাস।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর কাছাড় জেলা বিজেপির এসসি মোর্চার নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নিযুক্ত হন অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *