রংপুর আঙ্গারজুরে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : “জনগণের দুয়ারে জনগণের সরকার” তার প্রকৃত রূপায়ণ আজকের সভায় তপশিলি জাতিভূক্ত লোকদের মধ্যে জাতির প্রমাণপত্র বিতরণ। মঙ্গলবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি তপশিলি জাতি মোর্চার রংপুর মণ্ডল কমিটির সহযোগিতায় আঙ্গারজুরে আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেন জেলা বিজেপি পলিসি রিসার্চ সেলের কনভেনর অধ্যাপক চন্দন দে। 

“জনগণের দুয়ারে জনগণের সরকার” এর প্রকৃত রূপায়ণ মানুষের দরজায় এসে এসসি-র প্রমাণপত্র বিতরণ অধ্যাপক চন্দন

বিজেপি রংপুর মণ্ডল তপশীলি জাতি মোর্চার সভাপতি মনোরঞ্জন দাসের পৌরহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বরিষ্ঠ নেতা অধ্যাপক ড. চন্দন দে বলেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দেখি নাই আজ পর্যন্ত ভারতবর্ষ কিংবা আসামে এই ভাবে কোন জাতি সম্প্রদায়ের সার্টিফিকেট মানুষের দরজায় এসে দেওয়া হয়। এটা সম্ভব হয়েছে বিজেপি সরকারের আদর্শ এবং অন্ত্যোদয় অর্থাৎ সমাজের শেষ পংক্তির মানুষদের সামনে তুলে আনার নীতির জন্য, বলেন চন্দন। তিনি এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাসের ভূয়শী প্রশংসা করতে গিয়ে বলেন, নীহার রাজনীতিবিদ থেকে অন্তপ্রাণে একজন বড় সমাজকর্মী। আইনজীবী হয়েও তিনি সামাজিক কাজে অতঃপ্রোতভাবে জড়িত। আমরা তাঁকে দেখেছি এনআরসির সময় হাজার হাজার লোককে বিনা পয়সায় সাহায্য করেছেন। যাদের বিদেশী তকমা লাগানো হয়েছিল তাদেরও স্বদেশী করার প্রমাণপত্র সংগ্রহ করে তাদেরকে ভারতবাসী হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন নীহাররঞ্জন দাস। কাজেই নীহার বাবুর মধ্যে একজন প্রকৃত ভারতীয় এবং দেশপ্রেমী নাগরিকের পরিচয় পাওয়া যায় বলে মন্তব্য করেন চন্দনবাবু। 

এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস বলেন, শিলচরে বিজেপি পরিচালিত বোর্ড গঠনের পর প্রথম বারের মতো আমরা এসসি সার্টিফিকেট তৈরির উদ্যোগ নেই এবং এতে সফল হয়েছি আমরা আর উপকৃত হয়েছেন কাছাড়ের হাজার হাজার মানুষ। অধিকাংশ মানুষের কাছে এসসি সার্টিফিকেট পৌঁছাতে পেরেছি আমরা এবং আজকের দিনে আটত্রিশটি সুপারিশ কর্মশালা সম্পন্ন হয়েছে। এদিন প্রায় তিন শতাধিক লোককে সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস। 

এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি রংপুর মণ্ডল সভাপতি বিশ্বজিত দাস, বিজেপি অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি প্রমুখ। উপস্থিত ছিলেন রংপুর মণ্ডল বিজেপির উপ-সভাপতি অনিরুদ্ধ দাস, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের সদস্যা রুমি দাস, বুথ সভাপতি জিতেন চৌধুরী, অমৃতলাল দাস চৌধুরী, সহদেব দাস, অভি দাস, পরমেশ্বর দাস সহ অন্যান্যরা। 

Author

Spread the News