সিইএম কাপ : বিশাল জয় ব্লু হিলসের

শামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : হাফলঙে ২০তম সিইএম কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের লিগ ম্যাচে বিশাল জয় পেল ব্লু হিলস এসি।(BLUE HILLS AC)।  মঙ্গলবার তারা ৬-০ গোলে হারায় ওয়ারিয়র্স অব ওয়াইমিজিকে(WARRIORS OF WAIMIJING)। খেলায় জোড়া গোল করেন হাওকোলেং (Haokholen)। তিনি ২১ ও ৪২ মিনিটে গোল করেন। এ ছাড়া ৩৭ মিনিটে জ্যাকসন ভিক্টর (Jackson Victor), যোসেফ (Joseph) ৪৪ মিনিটে, ৬৯ মিনিটে অঢ়ালফ্রেড হোজাই, নিশসল থাওসেন (Vishal Thaosen) ৮৬ মিনিটে গোল করেন।

Author

Spread the News