ভাঙ্গায় লরির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক মওলানা জাকির

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : লরির ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু ঘটল। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত পৌনে এগারটা নাগাদ ভাঙ্গা চৌমাথায়। মৃত স্কটি চালক দত্তপুর এলাকার মুর্গপুরে বাসিন্দা মওলানা জাকির হোসেন।

জানা যায়, মওলানা জাকির হোসেন আত্মীয়ের বাড়ি ভাঙ্গা থেকে মক‌ইভাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। পেছনদিক থেকে আসা টিআর ০১ এএন ১৭৯৫ নম্বরের একটি লরি দ্রুতবেগে এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে গাড়িটিকে মালুয়াতে আটক করে পুলিশ। এ দিকে, স্থানীয়রা ১০৮ ও পুলিশকে খবর দেন। তবে এর আগেই প্রাণ হারান বছর ত্রিশের জাকির হোসেন।

ভাঙ্গায় লরির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক মওলানা জাকির

ঘটনার কিছুক্ষণ পর বদরপুর পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। নিথর দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়।

Author

Spread the News