লামাজুয়ারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : বদরপুর লামাজুয়ারের বড়বাড়িতে একটি অচিনাক্ত গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন আজির উদ্দিন নামে এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় লামাজুয়ার বড়বাড়ির আজির উদ্দিন (৬৫) নামের ব্যক্তি বাড়ির সামনে গাড়ি থেকে নামার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তাঁকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেডিক্যাল স্থানান্তর করেন। মেডিক্যাল যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে।
এ দিকে, ঘটনার সময় কোন লোকজন আশপাশে না থাকায় গাড়ি শনাক্ত করা যায়নি।