সোনাইয়ে জয়ী সাতকরাকান্দি
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয়ী হল সাতকরাকান্দি একাদশ। তারা হারায় ২-১ গোলে বাজাজ ফাইনান্স শিলচরকে। খেলার তিন মিনিটেই গোল দিয়ে দলের মনোবল বাড়িয়ে দেন চোঙা। এরপর শুরু হয় দু’পক্ষের লড়াই। চল্লিশ মিনিটে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বাজাজ ফাইনান্স। সাপ্রাই রংমাই পেনাল্টি গোল করে দলকে সমতায় ফেরান। ৫০ মিনিটে লাহোনা গোল করে সাতকরাকান্দির জয় নিশ্চিত করেন।
এ দিন খেলা পরিচালনা করেন সামিম আহমেদ বড়ভূইয়া, বদরুজ্জামান, ইজাজা আহমেদ ও হোসেন আহমেদ বড়ভূইয়া। আগামীকাল খেলবে দিদারখুশ বনাম বালিঘাট এফসি।