বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি নিয়ে শিলচরে সরব হল বরাক ভ্যালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BVCCA)। এক সাংবাদিক বৈঠকে সংস্থাটি স্থানীয় প্রশাসনসহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে কঠোর পদক্ষেপের আহ্বান জানায়।
BVCCA–র কর্মকর্তারা জানান, গতকাল ডিমের নির্ধারিত মূল্য ছিল প্রতি ইউনিট ৭.২৪ টাকা। অথচ একই দিনে হোলসেল মার্কেটে দামের তালিকা ছিল ৬.৬৪ টাকা। কিন্তু বাস্তবে হোলসেলারদের কাছ থেকে ডিম কিনতে গেলে পেটি–প্রতি ১৫২০ টাকা দিতে হয়েছে। প্রতি পেটিতে ২১০টি ডিম থাকায় হিসেব করে দেখা যায়, ডিমের ইউনিট মূল্য দাঁড়াচ্ছে ৭.২৪ টাকা—যা সরকারি মূল্যের তুলনায় বেশি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, NECC গোটা দেশের ডিমের মূল প্রমাণপত্র ঠিক করে দেয়। কিন্তু “Egg @ Silchar” নামে এক ওয়েব পেজে ওই দিনের ডিমের মূল্য দেখানো হয়েছিল ৬.৬৬ টাকা ইউনিটপ্রতি। অভিযোগ উঠেছে—হোলসেলাররা সেই সরকারি ওয়েবসাইটের মূল্য অগ্রাহ্য করে ইচ্ছেমতো ইউনিটপ্রতি ৫৭ পয়সা অতিরিক্ত নিচ্ছেন।
BVCCA কর্মকর্তাদের দাবি, এই ওয়েব পেজটি কে বা কারা পরিচালনা করছে তা স্পষ্ট নয়। তাই বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বানও জানায় সংস্থাটি।
কর্তাদের বক্তব্য, সরকারের ওয়েবসাইটে প্রদর্শিত ডিমের দাম অনেক কম। তা সত্ত্বেও শিলচরে অন্য সিন্ডিকেটের পাশাপাশি ডিমের বাজারেও নতুনভাবে সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছে। ফলে সাধারণ ক্রেতারা অযৌক্তিক দামে ডিম কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ BVCCA–র।


