শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে সরব আকসা, বরাক নাগরিক সংসদ, ইউটিডিসি


বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : চরম বিদ্যুৎ সঙ্কট, ট্রায় ফিক সমস্যা, জল সরবরাহ ভোগান্তি, শিলচর শহরে রাস্তাঘাটের বেহাল অবস্থা এসব জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হল আকসা, বরাক নাগরিক সংসদ, ইউটিডিসি। রবিবার শিলচর প্রেস ক্লাব কার্যালয়ে যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলনে আয়োজন করে এসব সমস্যা সমাধানের দাবি তুলেন। সাংবাদিক সম্মেলনে আকসা, বরাক নাগরিক সংসদ, ইউটিডিসি কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে সরকারের কাছে শিলচরের বিভিন্ন জলন্ত সমস্যা নিয়ে দাবি উত্থাপন করেন। ঘন ঘন লোডশেডিঙের কারনে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে এই সমস্যা জরর্জরিত শিলচর শহর সহ গ্রামাঞ্চলের লোকরা। তাই তারা বিদ্যুৎ মন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানান।

তারা আর বলেন, অসমের মুখ্যমন্ত্রী শিলচর কেবিনেট বৈঠকে শিলচরের ফ্লাইওভার হবে বলেছিলেন কিন্তু আজ পর্যন্ত ফ্লাইওভার তো দূরের কথা শিলচরের জলন্ত সমস্যায় সমাধান করতে পারেননি সরকার। সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে জনসাধারণকে। তারা অতিসত্বর ঘন লোডশেডিমের জন্য বিহিত ব্যবস্থা নেওয়ার এবং শিলচরে বিশুদ্ধ পানীয়জলের সমস্যা সমাধান এবং শিলচর শহরে রাস্তাঘাটের বেহাল দশার হাল ফেরানোর দাবি জানান। এই রাস্তার বেহাল দশার কারণে ঘন ঘন দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। এ ছাড়া শিলচরের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবি রাখেন। বরাক উপত্যকাকে বার বার বঞ্চনা করা হচ্ছে তা ড্তারা কোনমতে মেনে নিতে পারবে না। তারা এও বলেন তাদের দাবি গুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিকভাবে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শংকর দে আকসার উপদেষ্টা রুপম নন্দী পুরকায়স্থ, সুব্রত দেব, সঞ্জীত দেব নাথ, মৃন্ময় কুমার নাথ প্রমুখ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলশর।

Author

Spread the News