গাছের ডালে হাইড্র্যান্ট, জলজীবন প্রকল্পের কাজের নমুনা

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রত্যেক পরিবারে বিশুদ্ধ পানীয়জল পৌঁছে দিতে জলজীবন মিশন শুরু করেন। সারা দেশের সঙ্গে অসমেও জল জীবন মিশন শুরু হয়। এর সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার গ্রাম শহরে জলজীবন আওতায় পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। কোথাও নয়া প্রকল্প আবার কোথাও পুরানো প্রকল্প গুলোর সংস্কার বা মেরামত করে জল সরবরাহের কাজ শুরু করে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ। কিন্তু কাজের শুরু থেকেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে জলজীবন মিশনের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। কিছু এলাকায় পাইপলাইন বসাতে গেলে অর্থ দাবি করছেন সংশ্লিষ্ট ঠিকাদার আবার কোথাও প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠে। এর মধ্য দিয়েই জেলার বিভিন্ন অঞ্চলে জলজীবন মিশনের কাজ সম্পন্ন হয়। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে জলজীবন মিশনের কাজের এক অদ্ভুত নমুনা প্রকাশ্যে এসেছে। সেলিম উদ্দিন বড়ভূইয়া নামে এক ব্যক্তি তার সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে কাজের এক বিরল ছবি শেয়ার করেন।

গাছের ডালে হাইড্র্যান্ট, জলজীবন প্রকল্পের কাজের নমুনা

ছবিটা হয়তো দেশের অন্য কোথাও দেখা যাবে না। তিনি হরিনগর দ্বিতীয় খণ্ডের জলজীবন মিশনে কাজের হাইড্র্যান্ট বসানোর এক ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায় একটি গাছের ডাল কেটে মাটিতে পুতে দুইটি হাইডেন করা হয়েছে। ডালের মধ্যে দুটি হোমলাইন এনে কাপড় দিয়ে বেঁধে রাখা হয় টেপ। বড়ভূইয়া ছবিটি পোস্ট করে ‘এটা একটু দেখবেন সবাই প্লিজ’ লেখে নিজের ক্ষোভ ব্যক্ত করেন। বড়ভূইয়ার পোস্ট করা ছবিটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জলজীবন মিশনের কাজের নমুনা।

Author

Spread the News