পদব্ৰজে গোটা বরাক পরিক্রমায় বের হলেন বাজারিছড়ার আখড়ার সদাচারী গৈরিক দাস ও নিরঞ্জন দাস

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : মহাপ্রভুর নাম বিলিয়ে পদব্ৰজে গোটা বরাক পরিক্রমায় বের হলেন বাজারিছড়ার পূর্বকালাছড়া গ্রামের মহাপ্রভু আখড়ার সদাচারী গৈরিক দাস। বুধবার একাদশী তিথিতে সকাল নয়টার পর নিত্য পূজার্চ্চনা শেষে তিনি এবং স্থানীয় গৌরভক্ত নিরঞ্জন দাস এই পদযাত্রায় বের হন। সদাচারী গৈরিক দাস জানান, অনেক দিন থেকে তাঁর বাসনা ছিল পথে প্রান্তরে পায়ে হেঁটে প্রহাপ্রভুর নাম কীৰ্তন করার। এবার প্রভুর আজ্ঞা হয়েছে তাই বের হয়েছেন। তিনি আরও জানান, এ যাত্রাকালে তাঁদের নিবাস বা ভোজনের কোনো পূর্ব বন্দোবস্ত করা হয়নি। ঠাকুর যে ভাবে কৃপা করবেন সেভাবে কাটাবেন। আনুমানিক মাসদিন ব্যাপী এই পরিক্রমা করবেন বলে জানিয়েছে গৈরিক দাস।

এদিকে তাঁদের এই মহৎ উদ্দেশ্যের কথা শোনে মঙ্গলবার বিকেলে স্থানীয় গৌর ভক্তরা আখড়ায় পৌঁছে তাঁর সঙ্গে দেখা করেন এবং প্রভুর কাছে এই সংকল্প সফলের প্রার্থনা জানিয়েছেন।

স্থানীয় গৌরভক্ত মনিষ ভূষণ পাল জানান, তাঁর এমন সিদ্ধান্তে এলাকার ধর্মপ্রাণ সনাতনী লোকেরা অনেক খুশি হয়েছেন। পাশাপা‌শি এই মনোবাঞ্চা যেন সফল ভাবে সম্পন্ন করতে পারেন তার কামনা করছেন সবাই। মঙ্গলবার বিকালে উক্ত মহাপ্রভুর আখড়ায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় অজয় পাল, নিধু ভূষণ দাস সহ অন্যান্যরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News