পাথারকান্দিতে সড়ক নিরাপত্তা সচেতনতা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে পাথারকান্দি কলেজ এনএসএস, এনসিসি ইউনিটের উদ্যোগে এবং কুইজ ও ডিবেট সেলের সহযোগিতায় শনিবার পাথারকান্দিতে অনুষ্ঠিত হল সড়ক নিরাপত্তা অনুষ্ঠান। পাথারকান্দি কলেজ রোডের সম্মুখে ৮ নং জাতীয় সড়কে কলেজ অধ্যক্ষ ড. মঞ্জুরুল হকের নেতৃত্বে শিক্ষক, পড়ুয়ারা যান, বাইকচালক, আরোহীদের মধ্যে হেলম্যাট, সিট ব্যান্ট ইত্যাদি পরিধান নিয়ে সচেতনতা তুলেন। সচেতনতামূলক এই অভিযান চলে প্রায় দু’ঘণ্টা। পরবর্তীতে কলেজ মিলনায়তনে সড়ক নিরাপত্তার উপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা পরিচালনা করেন কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর শতরুপা দেব এবং ড. অভিজিৎ দত্ত। কলেজে পরীক্ষা থাকা সত্বেও প্রায় ৮৯ জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ড. ইমান উদ্দিন আনসারি,এনসিসিসিটিও দেরহাসাদ বসুমাতারি, ড. সুইটি নাথ বড়ভূইয়া, ড. মুনমি শইকিয়া, ড. প্রদীপ দোলে, ড. সামস উদ্দিন বড়ভূইয়া, ইসতিয়াক হোসেন মজুমদার, ড. নির্মলেন্দু দাস,বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে ধন্যবাদসূচক বক্তব্য রাখেনকলেজ অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক।

Author

Spread the News