বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বিধায়ক রামপদ জমাতিয়ার কথিত কমিশন বাণিজ্যে অতিষ্ঠ হয়ে ফেটে পড়ল জনমনে ক্ষোভ। শুক্রবার সকাল ১০টা থেকে পশ্চিম খুপিলঙের বাসিন্দারা উদয়পুর–খুপিলং–আঠারভোলা সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন। ফলে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
অভিযোগ, বছরের পর বছর ধরে এলাকার উন্নয়নে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেননি বিধায়ক। ড্রেন নির্মাণ, রাস্তা সংস্কারসহ বিভিন্ন সমস্যা নিয়ে বারবার জানানো হলেও কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাসিন্দারা বিষয়টি জেলাশাসকের নজরে আনেন। জেলাশাসক সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ড্রেন নির্মাণের নির্দেশ দেন।
নির্দেশ মোতাবেক এক ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ শুরুর কথা থাকলেও, অভিযোগ হল ইঞ্জিনিয়ার এলেই উপপ্রধান জহরলাল নন্দীর নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতিকারী বাধা সৃষ্টি করে। এই ঘটনাতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে।
অবরোধকারীদের দাবি, ড্রেনের কাজ ইচ্ছাকৃতভাবে ‘নিগু বাণিজ্য’-এর হাতে দেওয়া হয়েছে, যা তারা কোনওভাবেই মেনে নেবেন না। বাধা প্রদানের ঘটনার জন্য তারা উপপ্রধান জহরলাল নন্দী ও বিধায়ক রামপদ জমাতিয়ার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং সড়ক অবরোধে সামিল হন।


