চালান ও যাত্রীভাড়া বৃদ্ধির দাবি, পুনর্গঠন সুমো মটর চালক সমিতি

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : বিভিন্ন দাবি সহ কমিটি পুনর্গঠন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সুমো মটর চালক সমিতি (ম্যাক্সি ক্যাব) এর। সোমবার দক্ষিণ কৃষ্ণপুর এলাকার এক বিবাহ ভবনে আয়োজিত সভায় সমিতির সদস্যরা বিভিন্ন দাবির উপর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানুষের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সমাজে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। অথচ তারা নিরাপত্তার অভাবে ভুগছেন। চলাচলে কোন অঘটন ঘটলে চালকরা তাদের প্রাণ বাঁচানো দায় হয়ে পড়ে। একদল লোক রয়েছে কোন কিছু বোঝে না ওঠার আগেই তাদের উপর আক্রমণ করে বসেন। এ ছাড়া ভিন রাজ্যে কোন অপ্রীতিকর ঘটনার সেখানে থাকা ম্যাক্সি ক্যাব চালকরা নিরাপত্তাহীনতায় ভুগেন। তাই তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ছাড়া সভায় দাবি তুলেন বক্তারা, গাড়ির চালান ও যাত্রীভাড়া বৃদ্ধি করার। বর্তমান সময়ে তারা এই রোজগার করে পরিবারের ভরণপোষণ দায় হয়ে পড়েছে। এ ছাড়া বলেন, চার চাকার ব্যক্তিগত বাহন প্রায় প্রতিদিন বিভিন্ন প্রান্তে যাত্রী নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করছে। বছরে লক্ষাধিক টাকা পরিবহন বিভাগে কর দিয়ে আসা তাদের বাহনগুলো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বিষয়ে পরিবহন বিভাগ ও পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ করার জোরালো দাবি জানান।

এ দিনের সভা শেষ নয়া কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হন ফারুক আহমেদ লস্কর ও আলি হুসেন বড়ভূইয়া। ৩২ সদস্যের কার্যকরী কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন লুতু মজুমদার। দুই সহসম্পাদক যথাক্রমে মানিক উদ্দিন লস্কর ও বিজু দাস। কোষাধ্যক্ষ রিপন খান। লাইন সেক্রেটারি হিসেবে রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে রাজু চৌধুরী, জয়নুল হক লস্কর, গিয়াস উদ্দিন, আজমল হুসেন, আনারুল হক প্রমুখ। সভায় বরাকের তিন জেলার ম্যক্সি ক্যাব চালকরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News