আজ মহালয়া, আগমনীর গানে অতীতকে স্মরণ
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু…আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। আর দুই পক্ষের সন্ধিক্ষণই মহালয়া। ঊষা লগ্নে গ্রাম বরাকের প্রতিটা ঘরে বেজে উঠল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। শারদোৎসবের ঠিক সপ্তাহ খানেক আগে আসে বলে আমরা অনেকেই ভাবি এ উদযাপনের দিন। তবে সনাতন ধর্মে এ চোদ্দ পুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিন। ধর্মের ব্যাখ্যা বলে, মহালয়ার এই পুণ্য তিথিতে মর্ত্যলোকে আসেন আমাদের পূর্বসূরীদের আত্মারা। তাঁদের স্মরণ করেই উৎসবের সূচনা।
উৎসবের দিনে অতীতের কাছে ফেরা কেন? কারণ যা কিছু গত, যা কিছু আমাদের ধারণ করেছে এক সময়ে, উদযাপনের দিনে তাঁকে একলা রাখা নয়, বরং আমাদের অতীত- বর্তমানকে একসঙ্গে আনন্দে শামিল করা। বাঙালির মহালয়া আসলে অতীতের সঙ্গে সংযোগ স্থাপনের রাস্তা।