দেশবন্ধু বিদ্যানিকেতনে রবি ঠাকুরের জন্মদিন পালন
সংবর্ধিত মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ৯ পড়ুয়া____
বরাক তরঙ্গ, ৮ মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গৌরব ছিলেন, সারা ভারতবাসীকে গৌরবান্বিত করে গিয়েছেন আমাদের কবি রবীন্দ্রনাথ। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাঁকে নিয়ে আমরা ভারতবাসী গর্বিত। বুধবার কাছাড়ের কাটিগড়া কেন্দ্রের বিহাড়া দেশবন্ধু বিদ্যানিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন পালনে এমনই মন্তব্য করেন রবীন্দ্র নারায়ন আচার্য। এ দিন স্কুলে এ উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সঙ্গীত, নৃত্য, ধামাইল, কবিতা পাঠ ইত্যাদি। দেশবন্ধু ক্লাবের সম্পাদিকা কামনা দেবীর পৌরহিত্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশবন্ধু ক্লাবের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের গামছা দিয়ে বরণ করে সভার কাজ শুরু হয়।
বিভিন্ন বক্তা রবীন্দ্রনাথের জীবন ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এরপর, নাচ, গান,ধামাইল, কবিতা ইত্যাদিতে যারা প্রতিভা দেখিয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৯ মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে ট্রফি দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়াও যে শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে, সেই শিক্ষকদের ট্রফি ও কলম দিয়ে সংবর্ধিত করা হয়।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপ্লব কর চৌধুরী, জয়ন্তি রায় চৌধুরী, উপ্পলকান্তি নাথ, কান্তনা দেবী, মৌসম দত্ত, রাজেশ্বর চক্রবর্তী, রাধাকান্ত শুক্লবৈদ্য, নিরুপম নাথ, ডি বর্মন, সহ দেশবন্ধু বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা।